Friday, February 14, 2014

Valobashar Rong..


প্রতিদিন ভাবি তোমাকে বলবো তোমাকে কতটা ভালবাসি, কিন্তু বলবো বলবো করে বলা হয়ে উঠে না ভালবাসার দুষ্ট মিষ্টি কথা গুলো, তোমাকে কতটা ভালবাসি বোঝানোর ভাষা আমার নেই, আমার সব মান অভিমান, রাগ সব কিছুর আড়ালে লুকিয়ে থাকে তোমার প্রতি আমার অফুরন্ত  ভালবাসা, তোমার প্রতি আমার সকল অনুভুতি গুলো লুকিয়ে থাকে আমার চোখের ভাষায়, শুধু একবার আমার চোখের পানে তাকিয়ে দেখো, তোমার প্রতি আমার অনুভূতি গুলো কতটা গভীর, কতটা ভালবাসি তোমাকে তুমি নিজে ই তা বুঝতে পারবে, তবুও আজ তোমাকে বলে দিলাম ভালবাসি ভালবাসি ভালবাসি!!তুই আমাকে কষ্ট দিস, তারপরও তোকে ভালবাসি. তুই আমাকে কাদাতে ভালবাসিস, তারপরও তোকে ভালবাসি. তুই আমাকে দেখতে পারিস না, তারপরও তোকে এক পলক দেখতে অস্থির হয়ে থাকি .........এত কিছুর পরো তুই আমাকে স্বার্থপর ভাবিস, তাইতো তোকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি. এতটা ভালবাসি বলেই তো এতটা কষ্ট সহ্য করার পরো বারবার তোর কাছে ছুটে আসি বলতে পারিস এটা হয়তো আমার পাগলামি কিন্তু পাগলামি বল আর যাই বল এই পাগলটা শুধু তোকেই ভালবাসে আর এভাবেই ভালবেসে যেতে চায়.......