Friday, February 21, 2014

Purono Kotha gulo....

যখন তুমি দৃষ্টি সীমার মধ্যে থাকো
মনে হয় স্বর্গ টা আমার এখানেই,
যখন একটু হেসে আমার দিকে তাকাও
তখন প্রচন্ড ইচ্ছে হয়, তোমার ঐ নীল চোখে নিজেকে হারিয়ে খুজি।

কিন্তু জানো?
তোমাকে হারানোর একটা ভয় কাজ করে সবসময় আমার ভেতর,
আর তাইতো মুখ ফুটে আজো সে কাঙ্কিত কথাটি বলতে পারিনি তোমায়।