Saturday, January 25, 2014

Bohudin Por...

তবু কষ্টগুলো চেপে রেখে হেঁটে যাই তোমার হাত ধরে, তবু বলি না, আমি ব্যাথিত। তবু আরেক হাত দিয়ে চেপে ধরে রাখি হৃৎপিন্ড, তবু আমি হেসে যাই তোমার সাথে। শুধু অব্যাক্ত থেকে যায় সে সব কথা যার কারনে আমি ব্যাথিত। ক্ল্যান্ত হৃদয়ে আমি আজো ভেবে যাই, এই কি সময়ের শেষ? তবে কি এই শেষ দেখা?এভাবেই সব শেষ, পথের শেষ, জীবনের শেষ। সাথে কি ভালোবাসার শেষ?