Sunday, October 5, 2014

EID IN BMA....


1st time passing the EID without parents... HAPPY EID MOBARAK to all my friend...

Saturday, July 26, 2014

Shout Of My Empty Heart....

ভালোবাসি বলে মাঝ রাতে ফোন দিয়ে অযথাই বলি আমি তোমাকে মিস করছি!তোমার উত্তরটাও এখন পরিবর্তিত আমি কি করতে পারি?কিন্তু ভালবাসি বলেই আমি শুনতে চেয়েছিলাম মাঝরাতের ঐ ঘুমন্ত কন্ঠ এর কিছু আদুরে কথা..কিন্তু আজ তোমার ইচ্ছে সময় দুইটায় অনেক দূরে চলে গিয়েছে!তাই এখন মাঝরাতে কেউ ফোন করে না! যখন তখন তার প্রতি মুহূর্তের গল্প শুনায় না! আমার এই স্বপ্ন ঐ ইচ্ছে এসব বলে আজ কেউ তোমার ঘুম সময় নষ্ট করে না!পৃথিবীতে এভাবেই সবকিছু হারিয়ে যায়! কেউ কখনো টের পায় না!একটা সময় আসে যেদিন খুব একা লাগে সেদিন সবাই সময়কে বাদ দিয়ে ইচ্ছের কথা শুনবে! কিন্তুহয়ত সেদিন তো আর আমি থাকব না!

Wednesday, July 16, 2014

Flow Of Life

প্রবাহমান সময়ের কাছে বন্দী আমরা সব। এই সময়ের
আবর্তনে ঘটে যাওয়া গুচ্ছ গুচ্ছ স্মৃতি গুলো আমাদের
সারা জীবনের রোমন্থনের খোরাক। কিছু কিছু স্মৃতির
স্বাদ মধুর আবার কিছু স্মৃতির তেতো। অবাক করার বিষয়
হচ্ছে মানুষের এই স্মৃতির সারিতে সবার সামনে স্থান
পায় অপূর্ণতা গুলো। চাইলেও মধুর
স্মৃতি গুলোকে সামনে দাড় করানো যায় না। তবে এটাও
ঠিক, জীবন কখনোই থেমে থাকে না।

Friday, February 21, 2014

Purono Kotha gulo....

যখন তুমি দৃষ্টি সীমার মধ্যে থাকো
মনে হয় স্বর্গ টা আমার এখানেই,
যখন একটু হেসে আমার দিকে তাকাও
তখন প্রচন্ড ইচ্ছে হয়, তোমার ঐ নীল চোখে নিজেকে হারিয়ে খুজি।

কিন্তু জানো?
তোমাকে হারানোর একটা ভয় কাজ করে সবসময় আমার ভেতর,
আর তাইতো মুখ ফুটে আজো সে কাঙ্কিত কথাটি বলতে পারিনি তোমায়।

Friday, February 14, 2014

Valobashar Rong..


প্রতিদিন ভাবি তোমাকে বলবো তোমাকে কতটা ভালবাসি, কিন্তু বলবো বলবো করে বলা হয়ে উঠে না ভালবাসার দুষ্ট মিষ্টি কথা গুলো, তোমাকে কতটা ভালবাসি বোঝানোর ভাষা আমার নেই, আমার সব মান অভিমান, রাগ সব কিছুর আড়ালে লুকিয়ে থাকে তোমার প্রতি আমার অফুরন্ত  ভালবাসা, তোমার প্রতি আমার সকল অনুভুতি গুলো লুকিয়ে থাকে আমার চোখের ভাষায়, শুধু একবার আমার চোখের পানে তাকিয়ে দেখো, তোমার প্রতি আমার অনুভূতি গুলো কতটা গভীর, কতটা ভালবাসি তোমাকে তুমি নিজে ই তা বুঝতে পারবে, তবুও আজ তোমাকে বলে দিলাম ভালবাসি ভালবাসি ভালবাসি!!তুই আমাকে কষ্ট দিস, তারপরও তোকে ভালবাসি. তুই আমাকে কাদাতে ভালবাসিস, তারপরও তোকে ভালবাসি. তুই আমাকে দেখতে পারিস না, তারপরও তোকে এক পলক দেখতে অস্থির হয়ে থাকি .........এত কিছুর পরো তুই আমাকে স্বার্থপর ভাবিস, তাইতো তোকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি. এতটা ভালবাসি বলেই তো এতটা কষ্ট সহ্য করার পরো বারবার তোর কাছে ছুটে আসি বলতে পারিস এটা হয়তো আমার পাগলামি কিন্তু পাগলামি বল আর যাই বল এই পাগলটা শুধু তোকেই ভালবাসে আর এভাবেই ভালবেসে যেতে চায়.......

Saturday, January 25, 2014

Bohudin Por...

তবু কষ্টগুলো চেপে রেখে হেঁটে যাই তোমার হাত ধরে, তবু বলি না, আমি ব্যাথিত। তবু আরেক হাত দিয়ে চেপে ধরে রাখি হৃৎপিন্ড, তবু আমি হেসে যাই তোমার সাথে। শুধু অব্যাক্ত থেকে যায় সে সব কথা যার কারনে আমি ব্যাথিত। ক্ল্যান্ত হৃদয়ে আমি আজো ভেবে যাই, এই কি সময়ের শেষ? তবে কি এই শেষ দেখা?এভাবেই সব শেষ, পথের শেষ, জীবনের শেষ। সাথে কি ভালোবাসার শেষ?

Friday, January 17, 2014

Abar Shei Akakitto

Time for leaving.... Janina abar kobe dekha hobe. Janina ai kuasha veja snigdho sokaler misti rod kobe abar dekha hobe. Kobe abar facebook er ai bornil home page Time for leaving.... Janina abar kobe dekha hobe. Janina ai kuasha veja snigdho kokaler misti rod kobe abar dekha hobe. Kobe abar facebook er ai bornil home page ta dekha hobe.. Janina. Jiboner paoa kisu otripto na paoar jontrona theke kokhono mukti pabo kina. Somoy jekhane bohoman srotossini, amar somoy keno himaloyer moto sthobir. Keno poronto bikeler godhulir rong amar chokhe odrisso. Janina... Shudhu jani abar dekha hobe... Abar.....
dekha hobe.. Janina. Jiboner paoa kisu otripto na paoar jontrona theke kokhono mukti pabo kina. Somoy jekhane bohoman srotossini, amar somoy keno himaloyer moto sthobir. Keno poronto bikeler godhulir rong amar chokhe odrisso. Janina... Shudhu jani abar dekha hobe... Abar.....