আমি একটা সমুদ্র কিনব
ভাসাব তাতে স্বপ্নের তরী ।
শুধু একজনই হবে সেই তরীতে
হবে কি তুমি সেই একজন পথযাত্রী ?
সমুদ্র সেচে আনব দামী মুক্তোটি
বানাব সবচেয়ে দামী অলংকার ।
শুধু একজনকেই দিব
নেবে কি তুমি সেই উপহার ?
আমি একটা আকাশ কিনব
সেই আকাশে থাকবে যত চাঁদ তারা ।
দেব না কাউকে অবলোকন করতে
সেই তুমি একজন ছাড়া ।
আকাশের সব নীল
নিব আমি নিঙরিয়ে ।
সেই নীলে রাঙাব স্বপ্নের শাড়ি
শুধু একজনকেই দিব তা পরিয়ে ।
পৃথিবীর সব ফুলবাগান
কিনব শুধু একজনের জন্যে ।
শুধু সেই একজনই সাজবে
হরেক ফুলের হরেক বর্ণে ।
কিনে নিব সব অরণ্য
থাকবে প্রকৃতির যত সবুজ ।
ছুঁতেও দিব না কাউকে
সেথায় থাকবে শুধু তার পরশ ।
শুধু পারব না তার ভালোবাসা কিনতে
তবুও তার জন্য এত কিছুর আয়োজন ।
শুধু চাই একজনের নিঃস্বার্থ ভালোবাসা
হবে কি কেউ সেই অচেনা একজন