অনেকদিন হলো তোমাকে দেখি না।
ঠিক এমনই একদিন আমার
সাজানো আকাশে কালো মেঘের
ছায়া পড়েছিল।
সেই ছায়া আজও কাটেনি। আমি হার
মানতে চাইনি। চেষ্টা করেছিলাম বহুবার
তোমাকে ফিরিয়ে আনতে।
চেয়েছিলাম আবার হাত ধরে হাঁটবো দুজন
পাশাপাশি!
আমার বুক হাহাকার করেছে তোমার মনের
আঙিনায়। তবে পারিনি তোমাকে ফিরিয়ে আনতে।
শেষে ক্লান্ত হয়ে ডানা ঝাপ্টাইনি আর
কখনোই।
এখন তুমি অন্যকারো আকাশে বিচরণ করো।
হয়তো আমাকে আর মনে নেই তোমার।
না থাকাটাই স্বাভাবিক! তবে,যদি পারো আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমার যোগ্য মানুষটি হতে পারিনি!
বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আমি জানালার
পাশে দাঁড়িয়ে আছি।
মেঘ ছুটছে এদিক-ওদিক,সাথে আমার মনটাও!
তোমাকে পাওয়ার ইচ্ছে আজ ফুরিয়ে গেলেও ভালোবাসার ইচ্ছে আজও ফুরোয়নি।
তবে - 'আজ কোনো ভালোবাসা নয়! আজ শুধুই
তোমার স্মৃতিচারণ....!
Saturday, January 24, 2015
স্মৃতিচারণ......
Friday, January 9, 2015
এলোমেলো কিছুসময় হারায় নিজের অজান্তে।।।
আমি একটা সমুদ্র কিনব
ভাসাব তাতে স্বপ্নের তরী ।
শুধু একজনই হবে সেই তরীতে
হবে কি তুমি সেই একজন পথযাত্রী ?
সমুদ্র সেচে আনব দামী মুক্তোটি
বানাব সবচেয়ে দামী অলংকার ।
শুধু একজনকেই দিব
নেবে কি তুমি সেই উপহার ?
আমি একটা আকাশ কিনব
সেই আকাশে থাকবে যত চাঁদ তারা ।
দেব না কাউকে অবলোকন করতে
সেই তুমি একজন ছাড়া ।
আকাশের সব নীল
নিব আমি নিঙরিয়ে ।
সেই নীলে রাঙাব স্বপ্নের শাড়ি
শুধু একজনকেই দিব তা পরিয়ে ।
পৃথিবীর সব ফুলবাগান
কিনব শুধু একজনের জন্যে ।
শুধু সেই একজনই সাজবে
হরেক ফুলের হরেক বর্ণে ।
কিনে নিব সব অরণ্য
থাকবে প্রকৃতির যত সবুজ ।
ছুঁতেও দিব না কাউকে
সেথায় থাকবে শুধু তার পরশ ।
শুধু পারব না তার ভালোবাসা কিনতে
তবুও তার জন্য এত কিছুর আয়োজন ।
শুধু চাই একজনের নিঃস্বার্থ ভালোবাসা
হবে কি কেউ সেই অচেনা একজন
Subscribe to:
Posts (Atom)