দুপুরে ঘুমালাম সামান্য. তোকে নিয়ে স্বপ্ন দেখলাম. POLO plz তোকে কখনই হারাতে পারবনা রে. শুধু এই কথা গুলি কানে বাজলো. "সপ্নের মাঝে কিছুক্ষন, একাকী, ভালোবাসার শেষ কথা মালা। হাসি কান্না আনন্দ
দুঃখ, সাথে তোমায় ভালোবাসি। গোধুলীর শেষ লগ্নের প্রার্থনা, কিছুটা হাসি,
কিছুটা কান্না। প্রানের আহব্বান এ, সময়ের সাথে তোমার পাশে পাশে। শুধুই
ভালোবাসা, এ মুঠো জমে থাকা আশা। প্রান হীন দেহে প্রানের সঞ্চারন। তোমার ই
কাছে আসা। আমায় ভালোবাসা। বৃষ্টি'র জন্য বৃষ্টিতে ভিজে, একাকার এ মানব সন্তান। স্বপ্নের সাথে মিলিয়ে
যাই, আগামীর প্রান্তরে। কিছু আশা, কিছু হতাশা, কিছু কাব্যগাঁথা, কিছুটা কথা
মালা, কিছুটা ভালোবাসা, কিছুটা ভালো লাগা। তৃনটার প্রান্তরে একাকী
মূহূর্ত, সাথে অবসম্ভাবী চেতনার স্ফুরণ। শুধুই সপ্নের আবেশী স্পর্শ, সাথে
অসম্ভবের হাতছা্নি, তবুও তো বলে গেছি, যাচ্ছি, ভালোবাসি।"...পাশে থাকব POLO............