Wednesday, December 30, 2015

না বলা ভালোবাসা।।।।

জান্নাত, তোমাকে বলছি। আজ থেকে আরো হাজারটা দিন পেরোলেও তোমার কাছে আমার অনুভূতি পৌঁছোবেনা জেনেও লিখে যাচ্ছি । কেমন পাগল আমি তাইনা?? পাগল না হলে জেনে শুনে বিষ পানের মত তোমায় ভালবেসে বসতাম না হয়তো ইদানিং দিনগুলো কোন ভাবে পার করে দিলেও রাতগুলো পার হতে চায়না । তোমাকে মনে পড়ে খুব । কি করছো , কেমন আছো , আমায় ভাবছো?? আমার সমস্ত চেতনা জুড়ে থাকো তুমি । তোমার টার্ম এক্সাম চলছে । তার মাঝে তুমি অসুস্থ । সব আমার ভাল্লাগেনা একটুও । অথচ আমি কিছু করতেও পারবোনা তোমার জন্য । খুব ইচ্ছে করে তোমায় একটু 'তুমি' করে ডাকি ।একটু তোমার কন্ঠ শুনি । অথচ কিছুই হয়ে উঠেনা । তোমার যে হাতটা ধরতে আমার আজন্ম সাধ, তোমার যে হাসি আমার অজস্র নির্ঘুম রাতের কারন হয়েছিলো , জেনেছি সেই হাসির কারন শুধু আমি। তোমার যে চোখের মায়ায় ডুবেছি আমি , সেই চোখে শুধু আমি ই চোখ রাখতে চাই। আমি কি বোকা তাইনা?? সব জেনে শুনেও তোমায় কেমন ভালবেসে যাচ্ছি । গতকাল তোমায় যতটা ভালবেসেছি আজ যেন তার দ্বিগুন ভালবাসছি । তুমি তার কিচ্ছু জানোনা । জানবেনা কখনো । জানবেনা তোমার জন্যে কত শত মুহুর্ত একটা মন কেঁদে যাচ্ছে । চোখের জলে বালিশ ভেজানো রাতগুলোতে কেউ থাকেনা পাশে । আমার হাতের মুঠোটা খালি পড়ে আছে । তুমি কখনো তাও জানবেনা !! আমি পারছিনা এতটা নিতে আর । ইচ্ছে করে তোমার কাছে ছুঁটে যাই! আমার প্রতিটা নিঃশ্বাসও যে তোমার নাম নেয় !! জানো আমি প্রতিটা দিন ক্ষয়ে যাচ্ছি , একটু একটু করে । আমার ভেতরটা প্রতিনিয়ত শেষ হয় যাচ্ছে । প্রচন্ড যন্ত্রনায় মাঝে মাঝে চিৎকার করে উঠি । আর কতটুকু নিতে পারে মানুষ?? এর বেশি কেউ পারেনি কখনো । আমার একটা জীবন কি প্রচন্ড ভালবাসাহীনতায় কেটে যাচ্ছে । এভাবেই একদিন মুছে যাবো পৃথিবী থেকে । তুমি সেদিনও জানবেনা তোমার ভালবাসার কাঙ্গাল হয়ে এক তানজিম হারিয়ে গেছে পৃথিবী থেকে । তুমি জানবেনা কিছুই। কেন কিছু মানুষ শুধু অপূর্নতার ঝুলি কাঁধে করে পৃথিবীতে আসে?? কেন কেউ ভালবাসা পেয়েও পায় ঠেলে দেয় আর কেউবা সেই ভালবাসা পেতে তীর্থের কাকের মতন অপেক্ষা করে?কেন এত অদ্ভুত মানবজীবন?? উত্তরগুলো জানা হয়না । প্রিয় জান্নাত, তোমায় ভালবাসি , প্রতিক্ষন , সারাক্ষন ।।

Monday, March 30, 2015

জাদুকরী ছোঁয়া...

আজ কেন জানি তোমাকে খুব বেশি মনে পরছে।। খুব বেশিদিন হয়নি , কিন্তু আমার কাছে মনে
হয়েছে কত মহাকাল অতিক্রম করছি। কত দিগন্ত পাড়ি দিয়ে ছুটে চলছি অজানার পথে। ততক্ষন
পর্যন্ত হেঁটে যাই যতক্ষণ না তোমার চোখের জল আমার পায়ে হাঁটার পথ পিচ্ছিল করে দেয়। তোমার
মায়াময় মুখটি বার বার মনে পরে। সূর্যের রক্তিম আভা যখন ওই আকাশে হারিয়ে যায় খুব ভয় হয়
আমার জানো? এই বুঝি হারিয়ে ফেলি তোমাকে। এই বুঝি হারিয়ে যায় আমার নতুন করে বেঁচে
থাকার প্রেরণা । ঠিক তখনই এক অদৃশ্য হাতের ছোঁয়া পাই আমার হাতে। এক উষ্ণ আলিঙ্গনে ফিরে
পাই নতুন আশা, নতুন প্রেরণা। তুমি যেন ঠিক আমার পাশেই রয়েছ আমার হয়ে। আমি দেখতে পাই
তোমাকে, তোমার মায়াময় হাসি, তোমার অসম্ভব সুন্দর চোখ, এলোমেলো বাতাসে তোমার চুল।
আমি সেই এলো চুল সরিয়ে তোমার নিষ্পাপ মুখটি দেখি আর ভাবি আর কখনও এই মুখে বিষাদের
কাল ছায়া পরতে দেব না। তোমার গাল বেয়ে বিষাদের বৃষ্টির জল আর গড়িয়ে পরতে দেব না।
তোমার চোখের কাজল আর ধুয়ে মুছে যেতে দেব না। তোমার কোমল হাত কখনও ছেড়ে দেব না।
কোথাও যেতে দেবনা তোমাকে। কক্ষনো না। আর কেউ পারবেনা তোমার চোখে কষ্টের শ্রাবণ ধারা নামাতে।। কেউ না।। শুধু হারিয়ে যেও না.........

Saturday, January 24, 2015

স্মৃতিচারণ......

অনেকদিন হলো তোমাকে দেখি না।
ঠিক এমনই একদিন আমার
সাজানো আকাশে কালো মেঘের
ছায়া পড়েছিল।
সেই ছায়া আজও কাটেনি। আমি হার
মানতে চাইনি। চেষ্টা করেছিলাম বহুবার
তোমাকে ফিরিয়ে আনতে।
চেয়েছিলাম আবার হাত ধরে হাঁটবো দুজন
পাশাপাশি!
আমার বুক হাহাকার করেছে তোমার মনের
আঙিনায়। তবে পারিনি তোমাকে ফিরিয়ে আনতে।
শেষে ক্লান্ত হয়ে ডানা ঝাপ্টাইনি আর
কখনোই।
এখন তুমি অন্যকারো আকাশে বিচরণ করো।
হয়তো আমাকে আর মনে নেই তোমার।
না থাকাটাই স্বাভাবিক! তবে,যদি পারো আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমার যোগ্য মানুষটি হতে পারিনি!
বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আমি জানালার
পাশে দাঁড়িয়ে আছি।
মেঘ ছুটছে এদিক-ওদিক,সাথে আমার মনটাও!
তোমাকে পাওয়ার ইচ্ছে আজ ফুরিয়ে গেলেও ভালোবাসার ইচ্ছে আজও ফুরোয়নি।
তবে - 'আজ কোনো ভালোবাসা নয়! আজ শুধুই
তোমার স্মৃতিচারণ....!

Friday, January 9, 2015

এলোমেলো কিছুসময় হারায় নিজের অজান্তে।।।

আমি একটা সমুদ্র কিনব
ভাসাব তাতে স্বপ্নের তরী ।
শুধু একজনই হবে সেই তরীতে
হবে কি তুমি সেই একজন পথযাত্রী ?
সমুদ্র সেচে আনব দামী মুক্তোটি
বানাব সবচেয়ে দামী অলংকার ।
শুধু একজনকেই দিব
নেবে কি তুমি সেই উপহার ?
আমি একটা আকাশ কিনব
সেই আকাশে থাকবে যত চাঁদ তারা ।
দেব না কাউকে অবলোকন করতে
সেই তুমি একজন ছাড়া ।
আকাশের সব নীল
নিব আমি নিঙরিয়ে ।
সেই নীলে রাঙাব স্বপ্নের শাড়ি
শুধু একজনকেই দিব তা পরিয়ে ।
পৃথিবীর সব ফুলবাগান
কিনব শুধু একজনের জন্যে ।
শুধু সেই একজনই সাজবে
হরেক ফুলের হরেক বর্ণে ।
কিনে নিব সব অরণ্য
থাকবে প্রকৃতির যত সবুজ ।
ছুঁতেও দিব না কাউকে
সেথায় থাকবে শুধু তার পরশ ।
শুধু পারব না তার ভালোবাসা কিনতে
তবুও তার জন্য এত কিছুর আয়োজন ।
শুধু চাই একজনের নিঃস্বার্থ ভালোবাসা
হবে কি কেউ সেই অচেনা একজন

Sunday, October 5, 2014

EID IN BMA....


1st time passing the EID without parents... HAPPY EID MOBARAK to all my friend...

Saturday, July 26, 2014

Shout Of My Empty Heart....

ভালোবাসি বলে মাঝ রাতে ফোন দিয়ে অযথাই বলি আমি তোমাকে মিস করছি!তোমার উত্তরটাও এখন পরিবর্তিত আমি কি করতে পারি?কিন্তু ভালবাসি বলেই আমি শুনতে চেয়েছিলাম মাঝরাতের ঐ ঘুমন্ত কন্ঠ এর কিছু আদুরে কথা..কিন্তু আজ তোমার ইচ্ছে সময় দুইটায় অনেক দূরে চলে গিয়েছে!তাই এখন মাঝরাতে কেউ ফোন করে না! যখন তখন তার প্রতি মুহূর্তের গল্প শুনায় না! আমার এই স্বপ্ন ঐ ইচ্ছে এসব বলে আজ কেউ তোমার ঘুম সময় নষ্ট করে না!পৃথিবীতে এভাবেই সবকিছু হারিয়ে যায়! কেউ কখনো টের পায় না!একটা সময় আসে যেদিন খুব একা লাগে সেদিন সবাই সময়কে বাদ দিয়ে ইচ্ছের কথা শুনবে! কিন্তুহয়ত সেদিন তো আর আমি থাকব না!

Wednesday, July 16, 2014

Flow Of Life

প্রবাহমান সময়ের কাছে বন্দী আমরা সব। এই সময়ের
আবর্তনে ঘটে যাওয়া গুচ্ছ গুচ্ছ স্মৃতি গুলো আমাদের
সারা জীবনের রোমন্থনের খোরাক। কিছু কিছু স্মৃতির
স্বাদ মধুর আবার কিছু স্মৃতির তেতো। অবাক করার বিষয়
হচ্ছে মানুষের এই স্মৃতির সারিতে সবার সামনে স্থান
পায় অপূর্ণতা গুলো। চাইলেও মধুর
স্মৃতি গুলোকে সামনে দাড় করানো যায় না। তবে এটাও
ঠিক, জীবন কখনোই থেমে থাকে না।