Monday, March 30, 2015

জাদুকরী ছোঁয়া...

আজ কেন জানি তোমাকে খুব বেশি মনে পরছে।। খুব বেশিদিন হয়নি , কিন্তু আমার কাছে মনে
হয়েছে কত মহাকাল অতিক্রম করছি। কত দিগন্ত পাড়ি দিয়ে ছুটে চলছি অজানার পথে। ততক্ষন
পর্যন্ত হেঁটে যাই যতক্ষণ না তোমার চোখের জল আমার পায়ে হাঁটার পথ পিচ্ছিল করে দেয়। তোমার
মায়াময় মুখটি বার বার মনে পরে। সূর্যের রক্তিম আভা যখন ওই আকাশে হারিয়ে যায় খুব ভয় হয়
আমার জানো? এই বুঝি হারিয়ে ফেলি তোমাকে। এই বুঝি হারিয়ে যায় আমার নতুন করে বেঁচে
থাকার প্রেরণা । ঠিক তখনই এক অদৃশ্য হাতের ছোঁয়া পাই আমার হাতে। এক উষ্ণ আলিঙ্গনে ফিরে
পাই নতুন আশা, নতুন প্রেরণা। তুমি যেন ঠিক আমার পাশেই রয়েছ আমার হয়ে। আমি দেখতে পাই
তোমাকে, তোমার মায়াময় হাসি, তোমার অসম্ভব সুন্দর চোখ, এলোমেলো বাতাসে তোমার চুল।
আমি সেই এলো চুল সরিয়ে তোমার নিষ্পাপ মুখটি দেখি আর ভাবি আর কখনও এই মুখে বিষাদের
কাল ছায়া পরতে দেব না। তোমার গাল বেয়ে বিষাদের বৃষ্টির জল আর গড়িয়ে পরতে দেব না।
তোমার চোখের কাজল আর ধুয়ে মুছে যেতে দেব না। তোমার কোমল হাত কখনও ছেড়ে দেব না।
কোথাও যেতে দেবনা তোমাকে। কক্ষনো না। আর কেউ পারবেনা তোমার চোখে কষ্টের শ্রাবণ ধারা নামাতে।। কেউ না।। শুধু হারিয়ে যেও না.........