Saturday, July 26, 2014
Shout Of My Empty Heart....
ভালোবাসি বলে মাঝ রাতে ফোন দিয়ে অযথাই বলি আমি তোমাকে মিস করছি!তোমার উত্তরটাও এখন পরিবর্তিত আমি কি করতে পারি?কিন্তু ভালবাসি বলেই আমি শুনতে চেয়েছিলাম মাঝরাতের ঐ ঘুমন্ত কন্ঠ এর কিছু আদুরে কথা..কিন্তু আজ তোমার ইচ্ছে সময় দুইটায় অনেক দূরে চলে গিয়েছে!তাই এখন মাঝরাতে কেউ ফোন করে না! যখন তখন তার প্রতি মুহূর্তের গল্প শুনায় না! আমার এই স্বপ্ন ঐ ইচ্ছে এসব বলে আজ কেউ তোমার ঘুম সময় নষ্ট করে না!পৃথিবীতে এভাবেই সবকিছু হারিয়ে যায়! কেউ কখনো টের পায় না!একটা সময় আসে যেদিন খুব একা লাগে সেদিন সবাই সময়কে বাদ দিয়ে ইচ্ছের কথা শুনবে! কিন্তুহয়ত সেদিন তো আর আমি থাকব না!
Wednesday, July 16, 2014
Flow Of Life
প্রবাহমান সময়ের কাছে বন্দী আমরা সব। এই সময়ের
আবর্তনে ঘটে যাওয়া গুচ্ছ গুচ্ছ স্মৃতি গুলো আমাদের
সারা জীবনের রোমন্থনের খোরাক। কিছু কিছু স্মৃতির
স্বাদ মধুর আবার কিছু স্মৃতির তেতো। অবাক করার বিষয়
হচ্ছে মানুষের এই স্মৃতির সারিতে সবার সামনে স্থান
পায় অপূর্ণতা গুলো। চাইলেও মধুর
স্মৃতি গুলোকে সামনে দাড় করানো যায় না। তবে এটাও
ঠিক, জীবন কখনোই থেমে থাকে না।
আবর্তনে ঘটে যাওয়া গুচ্ছ গুচ্ছ স্মৃতি গুলো আমাদের
সারা জীবনের রোমন্থনের খোরাক। কিছু কিছু স্মৃতির
স্বাদ মধুর আবার কিছু স্মৃতির তেতো। অবাক করার বিষয়
হচ্ছে মানুষের এই স্মৃতির সারিতে সবার সামনে স্থান
পায় অপূর্ণতা গুলো। চাইলেও মধুর
স্মৃতি গুলোকে সামনে দাড় করানো যায় না। তবে এটাও
ঠিক, জীবন কখনোই থেমে থাকে না।
Subscribe to:
Posts (Atom)